শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে জোরপূর্বক গাছ কর্তন ॥ থানায় অভিযোগ

ফরিদগঞ্জ প্রতিনিধি ॥
ফরিদগঞ্জে জোরপূর্বক গাছ কর্তন ॥ থানায় অভিযোগ

ফরিদগঞ্জে জোরপূর্বক গাছ কর্তনের অভিযোগে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের চৌকিদার বাড়িতে।

জানা গেছে, প্রবাসী মিজানুর রহমানের প্রতিবেশী কালা মিয়ার ছেলে তাজুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী সেলিনা বেগম যে কোনো বিষয় নিয়ে প্রতিনিয়তই অশোভন আচরণ করেন।

গত ১৪ আগস্ট মিজানের স্ত্রী-সন্তান ঢাকায় হাসপাতালে চিকিৎসার জন্যে গেলে এই সুযোগে তাজুল ইসলাম ও তার স্ত্রীসহ কয়েকজন মিলে বাড়ির পাশের জায়গা থেকে বেশ কিছু ফলদ ও বনজ গাছ কর্তন করেন। বাড়ির অন্যান্য লোকজন বাধা দিলে তাদের বাধার তোয়াক্কা না করে গাছ কর্তন করে ফেলে রেখে যান।

এ বিষয়ে প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী হালিমা আক্তার বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

তিনি বলেন, আমাদের জায়গায় গাছ রয়েছে। সেই গাছ তারা জোর করে কেটে ফেলেছে এবং আমাদেরকে হুমকি অব্যাহত রেখেছে। এ বিষয়ে অভিযোগের বিবাদী তাজুল ইসলাম এবং তার স্ত্রী সেলিনা বেগম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমাদের জায়গায় গাছের ডাল চলে এসেছে, তাই গাছের মাঝখানে কর্তন করে দিয়েছি। যা হয় আইনে বুঝবো।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইব্রাহিম জানান, এখন পর্যন্ত পক্ষ-বিপক্ষ কেউই আমাকে কোনো কিছু জানায়নি। আপনাদের মাধ্যমে জেনেছি। পরে ঘটনার বিষয়ে আইনের সহযোগিতা লাগলে সহযোগিতা করবো।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু হানিফ সরকার বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়