প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০০:০০
মনিরুল ইসলাম মিলন জাপার প্রেসিডিয়াম সদস্য
ফরিদগঞ্জ উপজেলার কৃতী সন্তান, সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম মিলন জাতীয় পার্টি (জাপা)-এর প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন। সাবেক মন্ত্রী ও জাপা'র চেয়ারম্যান জিএম কাদের দলীয় গঠনতন্ত্র মোতাবেক প্রদত্ত ক্ষমতাবলে গত ২৪ আগস্ট স্বাক্ষরিত এক পত্রে মনিরুল ইসলাম মিলনকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদে দায়িত্ব প্রদান করেন।
জনাব মনিরুল ইসলাম ছাত্রজীবন থেকে পল্লীবন্ধু এরশাদের আদর্শকে লালন করে জাতীয় ছাত্র সমাজের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
ছাত্র রাজনীতি শেষে তিনি জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হন। এরপর জাতীয় পার্টির রাজনীতিতে জড়িয়ে কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম মহাসচিব, সর্বশেষ জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে মনিরুল ইসলাম মিলন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় চাঁদপুর জেলা জাতীয় পার্টির নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এই ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে তাঁকে অভিনন্দন জানিয়ে আসছেন জাতীয় পার্টির নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী ও জেলাবাসী।