প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০০:০০
মেঘনার ঘূর্ণাবর্তে নৌকাডুবি
তিনদিন পর নিখোঁজ আরেক নারীর লাশ উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় প্রবল ঘূর্ণাবর্তে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার তিন দিন পর নূর মোহসীনা ওরফে সেতু (৩০) নামের এক নারীর লাশ পাওয়া গেছে। গত শুক্রবার বিকেলে ভোলার চরফ্যাশন উপজেলার কেতুয়া ইউনিয়নের মেঘনার চরে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায়।
এর আগে একই ঘটনায় নিখোঁজ উম্মে হানী ফাইমা আক্তারের (২৬) লাশ বৃহস্পতিবার ভোলার দৌলতখান থেকে উদ্ধার করে নৌ পুলিশ। তার বাড়ি মতলব উত্তরের মাথাভাঙ্গা এলাকায়। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের লাশই উদ্ধার হলো।
মারা যাওয়া নূর মোহসীনার বাড়ি মতলব দক্ষিণ উপজেলার চরমুকন্দি এলাকায়। তার ভাই তানভির আহমেদ বলেন, চরফ্যাশন উপজেলার কেতুয়া ইউনিয়নের মেঘনার চরে ভাসমান অবস্থায় লাশটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে ভিডিওর মাধ্যমে নিশ্চিত হলে লাশ আনতে রাতে চরফ্যাশনের উদ্দেশ্যে রওনা হন। লাশটি চর ফ্যাশন থানা-পুলিশের হেফাজতে রাখা ছিলো।
গত মঙ্গলবার রাত আটটায় চাঁদপুর লঞ্চঘাট থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় চালকসহ ছয়জন মেঘনা নদীতে ঘুরতে গিয়েছিলেন। মেঘনার-ডাকাতিয়ার মিলনস্থলে প্রবল স্রোতের তোড়ে মুহূর্তে নৌকাটি ডুবে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় একটি স্পীডবোটের চালক নৌকার চালকসহ চারজনকে জীবিত উদ্ধার করেন। বাকি দুজন পানিতে ডুবে নিখোঁজ ছিলেন। সূত্র : প্রথম আলো।