শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ০০:০০

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পাশে রোটারী

স্টাফ রিপোর্টার ॥
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পাশে রোটারী

বাংলাদেশের সপ্তম রোটারী ক্লাব চাঁদপুর রোটারী ক্লাব। এই ক্লাবটি ১৯৭০ সালে প্রতিষ্ঠা লাভ এবং ১৯৭৪ সালে ১২ এপ্রিল রোটারী ইন্টারন্যাশনাল থেকে সনদপ্রাপ্ত হয়। এই ক্লাবের চার্টার সভাপতি ছিলেন চাঁদপুরের প্রথিতযশা চিকিৎসক ডাঃ নুরুর রহমান। এই ক্লাবের যুব সংগঠন চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাব ও কিশোর সংগঠন ইন্টার‌্যাক্ট ক্লাব। এই ক্লাবগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে।

গত ১২ আগস্ট সোমবার চাঁদপুর শহরে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে স্ন্যাকস বিতরণ করেছে তারা। তারা শহরের কবি নজরুল সড়ক, আল-আমিন একাডেমী স্কুল, হাজী মহসিন রোড, কুমিল্লা রোড, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সামনে সড়কে দায়িত্বরত শিক্ষার্থী, স্কাউট, বিএনসিসি সদস্য, আনসার ভিডিপি সদস্য ও গ্রাফিতি অঙ্কনরত শিক্ষার্থীদের মাঝে এই স্ন্যাক্স বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ শেখ মনজুরুল কাদের সোহেল, ক্লাবের সহ-সভাপতি রোটাঃ উজ্জ্বল হোসাইন, চাঁদপুর রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি রোঃ কাজী আজিজুল হাকিম নাহিন, বুলেটিন এডিটর রোঃ শান্তা আক্তার, রোঃ নূরে আলম নিরব ও রোঃ আবু সাঈদ ফারাবি।

আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে তারা বলেন, এই নিরাপোষ শিক্ষার্থীরা দেশে বিপ্লব ঘটিয়েছে। তারা তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠা করেছে। সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা, সড়কে যানজট নিরসন, সমাজে নানা বৈষম্য দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করেছে ও করছে। আমরা তাদের এ কার্যক্রমকে সাধুবাদ জানাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়