শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জে জোরপূর্বক অন্যের গাছ কেটে সম্পত্তি দখলের চেষ্টা

থানায় অভিযোগ

শামীম হাসান ॥
ফরিদগঞ্জে জোরপূর্বক অন্যের গাছ কেটে সম্পত্তি দখলের চেষ্টা

স্থানীয় বৈঠকে সম্পত্তি এজবদল করে রাস্তা তৈরি করার কথা থাকলেও সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৫০ থেকে ৬০ জন লোককে দিয়ে জোরপূর্বকভাবে ১৫ থেকে ১৮টি আকাশী ও মেহগনিসহ বিভিন্ন জাতের প্রায় পঞ্চাশ হাজার টাকার মূল্যবান গাছ কেটে নিয়ে গেছে এবং গাছ কাটার সময় বাধা দিতে আসলে মেরে লাশ নদীতে ভাসিয়ে দিবে বলে হুমকি দিয়েছে। একই বাড়ির একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন বাগড়া বাজারের শোভান এলাকার তালুকদার বাড়ির বাসিন্দা মফিজুল ইসলাম তালুকদার। তিনি আরো জানান, ২০০১ সালে আমার ক্রয়কৃত বিশ শতাংশ জমির কিছু অংশে লাগানো গাছগুলো তারা এভাবে নির্বিচারে কেটেছে। তারা পেশীশক্তি ও দলেবলে বলীয়ান বিধায় এলাকার সালিস-দরবার, আইন-কানুন কোনো কিছুই তোয়াক্কা না করে কথায় কথায় পেশীশক্তি প্রদর্শন করে আসছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার ঘটনায় সাতজনকে আসামী করে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মফিজুল ইসলাম তালুকদার। অভিযুক্ত আসামীগণ হলেন জাহাঙ্গীর তালুকদার, রিয়াদ তালুকদার, সুজন তালুকদার, শাহাদাত তালুকদার, শিপন তালুকদার, সোহাগ তালুকদার, নয়ন তালুকদার প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত স্কুল শিক্ষক শাহাদাত তালুকদার ঘটনার কথা অস্বীকার করে বলেন, মফিজ ভাইয়ের সম্পত্তির ভাগের কোনো গাছ কাটা হয়নি। রাস্তা করার জন্যে সম্পত্তি এজবদলের বিষয়ে আমি কিছুই জানি না।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এসআই মাহাবুব ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি সম্পর্কে যেহেতু স্থানীয় ইউপি মেম্বার ও চেয়ারম্যান অবগত আছেন, তাই উভয়পক্ষের সম্মতিতে খুব সহসাই স্থানীয়ভাবে বসে সমস্যাটির সমাধানের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

এ বিষয়ে ৯নং গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ-আলম শেখ জানান, একই বাড়ির লোকদের সম্পত্তিগত এ বিষয়ে আমার উপস্থিতিতে পূর্বেও সালিস হয়েছে। সালিসে সবাই সিদ্ধান্ত মানলেও পরবর্তীতে দেখা যায় আবার যে যার ইচ্ছে মতো সবকিছু করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়