শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০০:০০

কচুয়ায় সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি ॥
কচুয়ায় সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ

কচুয়া পৌরসভার কড়ইয়া গ্রামে সংখ্যালঘু পরিবারের বসতবাড়ি ও সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। পৌরসভার ৪নং ওয়ার্ডের বর্ধনবাড়ির ভুক্তভোগী স্বপন বর্ধন জানান, আমার কড়ইয়া মৌজার ৮৫নং খতিয়ানের ৮৮৫ দাগে ১০.৫ শতাংশ ও সাবেক ৪৯০, ৪৯২ ও ৪৯৩ দাগে ১০.২৫ শতাংশ সম্পত্তি পার্শ¦বর্তী বাড়ির আব্দুল খালেক ও আব্দুল মালেক গং কোনো প্রকার দলিল ছাড়াই বিএস রেকর্ড করিয়ে নেয়। সঠিকভাবে সম্পত্তির নামজারি ও জমা খারিজ করার জন্যে আমি বাদী হয়ে মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল কাইয়ুম, মৃত মালেকের ছেলে জুয়েলসহ ১৩ জনকে বিবাদী করে চাঁদপুরের বিজ্ঞ কচুয়া সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করি। যার মামলার নং ২১৪/২০২৩, তারিখ ০৩/০৯/২০২৩খ্রিঃ। মামলাটি আদালতে চলমান।

তিনি আরো জানান, শনিবার আব্দুল মালেক ও আব্দুল খালেকের ওয়ারিশ জুয়েল হোসেন, ইয়াহিয়া তাদের কাদলা ইউনিয়নের দেবিপুর গ্রামের সম্পর্কীয় মামা ইয়াছিনসহ দলবল নিয়ে আমাদের সম্পত্তিতে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এতে আমি আমার ছেলে জয়ন্ত বর্ধনসহ বাধা দিতে গেলে তারা দলবদ্ধ হয়ে আমাদেরকে গালমন্দ করে মারধর করার জন্যে এগিয়ে আসে ও প্রাণনাশের হুমকি এবং মেরে লাশ গুম করার হুমকি প্রদান করে। তারা আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্যে স্থানীয় প্রভাবশালী মহল ও বহিরাগত লোকজনকে ভাড়া করে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছে। বর্তমানে আমি পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছি। তারা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। এ ব্যাপারে স্বপন বর্ধন শনিবার খালেকের ছেলে ইয়াহিয়া, জুয়েল, মালেকের ছেলে জিয়াউর রহমান, মুসাসহ অজ্ঞাত ৮/১০ জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এমতাবস্থায় তিনি প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে ন্যায়বিচার কামনা করেন।

বিবাদী জুয়েল হোসেন জানান, স্বপন বর্ধনের মা মায়ারাণী আমাদের নিকট ১৮ শতক সম্পত্তি বিক্রি করেছে। তবে সম্পত্তির সাফকবালা রেজিস্ট্রি হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়