শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০

মতলবে লেংটার মেলা ও ওরশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার ॥
মতলবে লেংটার মেলা ও ওরশ

মতলব উত্তর উপজেলার বেলতলীতে শাহ্ সোলেমান (লেংটা বাবা)-এর ১০৫তম ওরশ শরীফ ও মেলা উপলক্ষে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেছেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএমণ্ডবার। সোমবার (১ এপ্রিল) তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম মাজার ও মেলা আয়োজকদের সাথে মতবিনিময় করেন এবং ওরশ শরীফ ও মেলাকে কেন্দ্র করে মাজারের পার্শ্ববর্তী এলাকা যাতে জুয়া ও মাদক কারবারিদের অভয়ারণ্যে পরিণত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। জুয়া ও মাদকসহ সকল প্রকার অশ্লীলতার বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার জানান।

এছাড়া তিনি সকলকে আশ্বস্ত করে বলেন, মেলাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের সার্বিক নিরাপত্তায় চাঁদপুর জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবীরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়