প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০
হাজীগঞ্জের কালচোঁ গ্রামের প্রবাসী মাসুদ তার স্ত্রী শাম্মীর প্রতারণার শিকার হয়ে অসহায় হয়ে পড়েছে। জানা যায়, মোবাইল চ্যাটিংয়ের মাধ্যমে প্রবাসী মাসুদের সাথে নেত্রকোণা জেলার শাম্মীর পরিচয় হয়। এক পর্যায়ে উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু শাম্মীর পূর্বে দুজন স্বামী রয়েছে। চতুর শাম্মী তার আগের দু স্বামীকে তালাক না দিয়ে প্রবাসী মাসুদকে বিয়ে করে। তার তিন স্বামীর এক স্বামীও জানেন না তার তিনটি বিয়ে হয়েছে। কিন্তু সে তার বাবা-মা অসুস্থ বলে নেত্রকোণা যাওয়ার নাম বলে একেক স্বামীর বাসায় এক সপ্তাহ বা পনের দিন করে থেকে আসতো। তার দ্বিতীয় স্বামী তাকে ফোন করলে সে হাজীগঞ্জে বেড়াতে এসেছে বলে জানায়। তখনই তার বিয়ের কথা প্রকাশ পেয়ে যায়। শাম্মীর মূল উদ্দেশ্য হচ্ছে তার তিন স্বামীর নিকট হতে টাকা-পয়সা সোনা-গহনা হাতিয়ে নেওয়া। সেমতে তার স্বামীদের নিকট হতে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে তাদেরকে নিঃস্ব করে দেয়।
একটি সূত্র জানায়, শাম্মীর বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। এ ব্যাপারে প্রবাসী মাসুদ প্রশাসনের আশুদৃষ্টি কামনা করেন।