প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক বনভোজন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল ২২মার্চ (বুধবার) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
তিনি বলেন, আজকে তোমাদের ইনডোর পিকনিক হচ্ছে, এটি ভালো। পড়ালেখার পাশাপাশি বিনোদনও প্রয়োজন আছে। তোমাদের আজকে বিদ্যালয় বন্ধ হয়ে যাবে। বন্ধের মধ্যে তোমাদের পড়ালেখা করতে হবে। যদি পথে ঘাটে বা বিদ্যালয়ে আসার পথে কোন সমস্যা ফিল করো, তাহলে আমাকে জানাবে, আমি ব্যবস্থা গ্রহণ করব। সবাইকে মাদকের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে।
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি।
এ সময় উপস্থিত ছিলেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মোঃ সফিক ক্বারী, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান মুন্সি, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোসাম্মৎ রুবিনা আক্তার, সহকারী মেহেরুন নেছা, সিনিয়র শিক্ষক মোঃ ইদ্রিস আলী, সহকারী শিক্ষক দিপঙ্কর দে, মোঃ নেছার আহমেদ খান, মাওলানা আব্দুল মান্নান, কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন, খন্ডকালীন শিক্ষক শারমিন আক্তার, মোঃ মেহেদী হাসান সরকার, ইট-বালু ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর মিজি, হার্ডওয়্যার ব্যবসায়ী ও আনসার ভিডিপির শাহমাহমুদপুর ইউপি দলনেতা মোঃ সোহাগ গাজী, ইট-বালু ব্যবসায়ী মোঃ জসিম গাজী, অভিভাবক গ্রাম পুলিশ মোঃ বাদশা।
অনুষ্ঠানে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
বার্ষিক বনভোজনের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীরা শাহতলী বাজারস্থ ফ্রুটস ভ্যালি এগ্রো প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় বিদ্যালয়ের সভাপতির পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসকে বঙ্গবন্ধুর আত্মজীবনী বই প্রদান করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি সোহেল রুশদী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন।