শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ০০:০০

বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির আলোচনা সভা
স্টাফ রিপোর্টার ॥

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ- ভারত মৈত্রী সমিতি চাঁদপুর জেলা অ্যাডহক কমিটির আয়োজনে জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানব উন্নয়ন সেবামূলক সংস্থা জীবনদীপের প্রতিষ্ঠাতা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার। তিনি তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আজ এই মহান নেতার ১০৩তম জন্মবার্ষিকী। তাঁরই স্বপ্নপূরণে তাঁর যোগ্যতম কন্যা মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জাতির পিতার দেখানো পথেই এগিয়ে যাচ্ছে সবুজ, শষ্য-শ্যামল সোনার বাংলাদেশ। জাতির পিতার আজীবন স্বপ্ন ছিলো অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশ গড়ে তোলা। কিন্তু এদেশের গুটিকয়েক দুষ্কৃতকারী তাঁর সেই স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়ায়। তারা নির্মমভাবে হত্যা করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদেরকে।

তিনি বলেন, খুনিদের স্বপ্ন ছিলো এদেশকে মেধাশূন্য করার, কিন্তু তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। দেশ এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা। আর স্বাধীনতার কথা বলতে গেলে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি আরো একটি দেশের নাম উঠে আসে তা হলো ভারত। ১৯৭১ সালে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যেভাবে আমাদেরকে স্বাধীনতা অর্জনে সাহায্য-সহযোগিতা করেছে তা বিশ্ব দরবারে এক বিরল ঘটনা। আজকের এদিনে আমরা ভারত ও তাদের দেশের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি জাতির পিতার জন্মবার্ষিকীতে সুন্দর আয়োজন করায় বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি চাঁদপুর অ্যাডহক কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ মনোয়ারুল ইসলামের সভাপ্রধানে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা। সংগঠনের সদস্য মৃদুল কান্তি দাসের সঞ্চালনায় অতিথিদের মাঝে বক্তব্য রাখেন সংগঠক বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন, তৌহিদুল ইসলাম চপল, অ্যাডঃ ফারহানা বেগম, অ্যাডঃ রুমানা আফরোজ, অ্যাডঃ মেরাজ উদ্দিন, অ্যাডঃ আবুল কাসেম, মরণোত্তর দেহ দানকারী শোভা রাণী বিশ্বাস, নিজাম উদ্দিন আহমেদ, জয়ন্তী রাণী ভৌমিক, বিবেকানন্দ যুব সংঘের সভাপতি জয়রাম রায়, সদস্য মোঃ ইসমাইল হোসেন, রফিকুল ইসলাম রণি, কামরুল নাহার লিমা প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়