শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের পরিচিতি সভা ও শপথগ্রহণ
কামরুজ্জামান টুটুল ॥

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ, হাজীগঞ্জ উপজেলা শাখার পরিচিতি সভা ও শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ জামাল উদ্দিন মিয়াজী, সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ শাহাদাত হোসেন প্রধানীয়া, শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আবুল বাশার তালুকদার ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামাল গাজী।

ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি মোঃ আক্তার হোসেন নিপুর সভাপ্রধানে হাজীগঞ্জ রোটারী ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা নূরে আলম সিদ্দিকী, ছাত্র আন্দোলনের সভাপতি আকতার হোসেন আকন প্রমুখ।

ইসলামী শ্রমিক আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়ার সঞ্চালনায় অতিথিবৃন্দের বক্তব্য শেষে উপজেলা নেতৃবৃন্দকে শপথ পাঠ করান প্রধান অতিথি কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান। এরপর দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের নবগঠিত কমিটির সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন মনা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সহিদুল্লাহ, প্রচার ও দাওয়াহ সম্পাদক মোঃ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ইলিয়াছ, অর্থ ও প্রকাশনা সম্পাদক আব্দুল ফারহান, সহকারী অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ বেলাল হোসেন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন, আইন বিষয়ক সম্পাদক মাওলানা সোয়েব, শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পদাক মোঃ আনোয়ার, বস্ত্র ও গার্মেন্টস্ শ্রমিক বিষয়ক সম্পাদক মোঃ মাছুম বিল্লাহ, সড়ক পরিবহন বিষয়ক সম্পাদক ওমর ফারুক, রিক্সা, ভ্যান, অটো, সিএনজি ও হালকাযান শ্রমিক বিষয়ক সম্পাদক মোঃ রুবেল (বাকের), ঘাট ও নৌ শ্রমিক বিষয়ক সম্পাদক মোঃ আজাদ, নির্মাণ শ্রমিক বিষয়ক সম্পাদক মোঃ মুছাহ, দোকান, হোটেল, রেস্তোরাঁ ও প্রতিষ্ঠান শ্রমিক বিষয়ক সম্পাদক মোঃ শরিফ, হকার্স ও ভ্রাম্যমাণ শ্রমিক বিষয়ক সম্পাদক মোঃ নুরুল ইসলাম, নারী শ্রমিক অধিকার বিষয়ক সম্পাদক আবদুর রহমান, সদস্য রফিক আহমেদ রাজু ও মোঃ জামাল প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়