প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার কামিল পরীক্ষার্থীদের বিদায়, সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২২ ফেব্রুয়ারি বুধবার মাদ্রাসার অডিটোরিয়ামে কামিল (মাস্টার্স) এক বছর মেয়াদী শিক্ষার্থীদের বিদায় ও আলিম পাস শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা একেএম মাহবুবুর রহমানের সভাপতিত্ব আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মতিন ও রায়পুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু নাঈম মোঃ নিজামুদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ এইচএম আনোয়ার মোল্লা, প্রধান মুহাদ্দিস মাওলানা মমিনুল ইসলাম ও মুফতি মাওলানা হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা স্মারক প্রদান এবং সংবর্ধিত শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেন শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল মতিন। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, মাদ্রাসার ঐতিহ্য এবং সুনাম ধরে রাখার পাশাপাশি নিজেদের কর্মজীবন যেন কোরআন হাদিস এবং সুন্নাহ্র আলোকে পরিচালিত হয়, শিক্ষার্থীদের সে দিকে খেয়াল রাখতে হবে। এখানে শিক্ষকগণ আলেম এবং খুবই জ্ঞানবান। তারা শিক্ষার্থীদের নিজেদের সর্বোচ্চ কিছু বিলিয়ে দিয়ে আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করেন।