বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২২, ০০:০০

ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে নেয়ার অভিযোগ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সরকারি মূল্যবান গাছ লুটপাটের অভিযোগ উঠেছে। আর এই অপকর্ম করেছে বিদ্যালয়টির রক্ষকের ভূমিকায় থাকা ভক্ষক নাইটগার্ড। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার এমন অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয়রা।

জানা যায়, মোটা একটি মেহগনি গাছের ডালপালাসহ গাছের অনেকটাই কেটে বাসায় নিয়ে গেছেন বিদ্যালয়ের নাইটগার্ড জাফর মিজি। আর বিষয়টি জানাজানি হলে এলাকায় সচেতনদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হান্নান মিজি বলেন, গাছের অতিরিক্ত অংশ নীচে নেমে হেলে পড়ায় আমরা পিয়ন জাফর মিজিকে কিছু অংশ ছাঁটাই করতে বলেছি। কিন্তু সে আমাদেরকে অবগত না করেই গাছগুলোর বাড়তি অংশ কেটে ফেলেছে। এজন্যে তাকে ডাক দেয়া হয়েছে।

এ বিষয়ে ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এম আর শামীম বলেন, আমি শুনেছি, বিদ্যালয়ের মূল্যবান গাছের ডালপালা কেটে নিজের বাসায় নিয়ে গেছে। স্কুলের পরবর্তী সভায় প্রয়োজনীয় আলাপ-আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়