শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর আদালতে বিপুল পরিমাণ মাদক ধ্বংস
মিজানুর রহমান ॥

চাঁদপুর জেলায় বিভিন্ন মাদকবিরোধী অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার ১ সেপ্টেস্বর দুপুরে চাঁদপুর কোর্ট প্রাঙ্গণে পরিত্যক্ত জায়গায় মামলার আলামত ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত বিপুল পরিমাণ মাদকের মধ্যে রয়েছে ২শ’ ৬৫ কেজি ৫২৫ গ্রাম গাঁজা, ১৩ হাজার ৩শ’ ২৩ পিচ ইয়াবা, ২শ’ ২৯ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল মদ।

ধ্বংসকরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শামছুল আলম ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) উপস্থিত ছিলেন।

এছাড়াও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসাইন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায়সহ আদালতের বিচারক এবং পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, বিভিন্ন সময়ে চাঁদপুর জেলা পুলিশ, নৌ-পুলিশ ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ডিবি পুলিশের অভিযানে এসব মাদক উদ্ধার করা হয়েছে। মামলার আলামত হিসেবে আদালতের মালখানায় এগুলো রক্ষিত ছিল। বিচার বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এসব মাদক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়