বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ এপ্রিল ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে উডব্যাজপ্রাপ্ত চার কাব লিডারকে সংবর্ধনা প্রধান
ফরিদগঞ্জ প্রতিনিধি ॥

বাংলাদেশ স্কাউট ফরিদগঞ্জ উপজেলার প্রশিক্ষক টিমের উডব্যাজ অর্জনকারী চারজনকে সংবর্ধনা দেয়া হয়েছে। ২১ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা স্কাউটের সভাপতি উডব্যাজ প্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা ও স্কার্প পরিয়ে দেন। সংবর্ধিত কাব লিডারগণ হলেন ফরিদগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুল মোতালেব, ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা আক্তার ডলি, দক্ষিণ চর বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজিনা আক্তার ও নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে কুলছুম।

উপজেলা স্কাউটের সম্পাদক শফিকুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট ফরিদগঞ্জ উপজেলার সভাপতি শিউলি হরি। তিনি বলেন, স্কাউটিং কার্যক্রমকে আরো গতিশীল করতে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। ফরিদগঞ্জ উপজেলা স্কাউটের এই সাফল্য ধারাবাহিকভাবে ধরে রাখতে হবে। চাঁদপুর জেলার মধ্যে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে স্কাউটদের কাজ করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, আব্দুল মোতালেব, মোঃ বেলায়েত হোসেন এএলটি, মোঃ জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী, মোঃ নূর হোসেন খান, মোঃ জিয়াউর রহমান, মোঃ আলমগীর হোসেন, মোঃ আব্দুল লতিফ খান, সুলতানা রাজিয়া দিপু, মোঃ জাহিদুল ইসলাম ফাহিমসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসা, হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের ইউনিট লিডার ও গ্রুপ সভাপতিগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়