বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ এপ্রিল ২০২২, ০০:০০

 ‘অঙ্গীকারে’ এরশাদের নামফলক অসম্মান করায় ক্ষোভ প্রকাশ
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা জাতীয় পার্টি ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির আয়োজনে গত ২০ এপ্রিল বুধবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের বিপণীবাগস্থ পার্টি হাউজে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আলহাজ মোঃ সিরাজুল ইসলাম সিরু মিজি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ চাঁদপুরে অঙ্গীকার স্থাপন করেন। দীর্ঘদিন সেই অঙ্গীকার অযতেœ ও অবহেলায় নষ্টা হয়ে যায়। চাঁদপুরের বর্তমান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ হুসেইন মুহম্মদ এরশাদের নামফলক অযতেœ ফেলে রেখে তার নিজের নামের নামফলক স্থাপন করেন। এতে আমরা মনে করি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে অসম্মান করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সভায় সকল বক্তা অনতিবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে ঈদের পর চাঁদপুর জেলাবাসী সাথে নিয়ে আন্দোলন করার হুঁশিয়ারি দেন। জেলা প্রশাসককে দ্রুত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নামফলক সংস্কার করার আহ্বান জানান।

ইফতার ও দোয়ার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য অ্যাডঃ মোহাম্মদ মহসীন খান।

চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খানের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি আজিজুর রহমান শামীম, জেলা জাতীয় পার্টির সদস্য শাহাজাহান মাতাব্বর, দেলোয়ার হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক অ্যাডঃ জিসান আহমেদ রিপন, সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম, জেলা ছাত্রসমাজের সদস্য সচিব অ্যাডঃ আরিফুল ইসলাম আরিফ, জেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক মোঃ সাগর মিয়া, জাপা নেতা জামাল পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা যুব সংহতির সদস্য সচিব মোঃ হারুন গাজী, যুগ্ম আহ্বায়ক শাহালম গাজী, সদস্য হাফেজ ঢালী, ১৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহাজাহান সাজু, ২নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরু ছৈয়াল, সহ-সভাপতি আলী মুন্সি, সদস্য জামাল দেওয়ান, যুব সংহতি নেতা জয়নাল মিয়া, খলিল সরকার, সদস্য কালু হাওলাদার, সুমন দেওয়ান, ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ মিজান গাজী, ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আল-আমিন, ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতা সাজু গাজী, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নূরুজ্জামান কালু, আশিকাটি ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মনির মাল, পুরাণবাজার কলেজ ছাত্রসমাজ নেতা খোরশেদ আলমসহ জেলা, পৌর, সদর জাতীয় পার্টি, যুব সংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, ছাত্র সমাজ, সদর ও পৌর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চাঁদপুর সরকারি কলেজ মসজিদের খতিব মাওঃ নিজমা উদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়