বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ এপ্রিল ২০২২, ০০:০০

ঐতিহাসিক বদর দিবসে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল
নিজস্ব সংবাদদাতা ॥

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে চাঁদপুরে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল মঙ্গলবার চাঁদপুর শহরের বিপণীবাগ পার্টি হাউজে উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শেখ মোঃ জয়নাল আবদীন। সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদ সানীর পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যক্ষ গাজী মোহাম্মদ হানিফ, নির্বাহী সদস্য মাওলানা জুবায়ের আহমেদ, জয়েন্ট সেক্রেটারী মাওলানা বেলাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, অর্থ সম্পাদক মামুন-উর-রশিদ বেলাল প্রমুখ।

আলোচনা সভা শেষে শহীদ বদরী সাহাবীদের রুহের মাগফেরাত কামনা ও চাঁদপুরবাসীর জন্যে বিশেষ দোয়া পরিচালনা করেন জেলা ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন।

এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়া সম্পাদক মাহবুব ইমরান মাসুম, পৌর আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার বেলাল হোসাইন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমাদ, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সেলিম হোসাইনসহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য ও গুরুত্বারোপ করে বিশদ আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়