বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ এপ্রিল ২০২২, ০০:০০

আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের পুরস্কার প্রদান আগামীকাল
নূরুল ইসলাম ফরহাদ ॥

পবিত্র মাহে রমজান উপলক্ষে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলামী সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতাণ্ড২০২২-এর পুরস্কার প্রদান করা হবে আগামীকাল।

এই প্রথমবারের মতো উক্ত ফাউন্ডেশনের উদ্যোগে এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গত ১৩ এপ্রিল অনুষ্ঠিত প্রতিযোগিতায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিনশ’ প্রতিযোগী অংশগ্রহণ করে। কোরআন তেলাওয়াত, হামদণ্ডনাত এবং আবৃত্তি বিষয়ের ওপর মোট ১৩টি বিভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে সকাল ১০টায় শুরু হয়ে প্রতিযোগিতাটি শেষ হয় বিকেল ৫টায়। এই প্রতিযোগিতায় প্লে থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীদের সুযোগ করে দেয়া হয়েছে। ১৩ এপ্রিল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রতিযোগীরা উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

আগামীকাল ২৩ এপ্রিল শনিবার সকালে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষানুরাগী, শিল্পপতি, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান, আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সিআইপি মোঃ মোতাহার হোসেন পাটওয়ারী। প্রায় তিনশ’ প্রতিযোগী থেকে ৪৪ জনকে বিভিন্ন বিভাগে বিজয়ী ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় যেসব প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে কর্তৃপক্ষ। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো : ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজ, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা, গাজীপুর আহাম্মদিয়া ফাযিল মাদ্রাসা, হাঁসা ফাযিল মাদ্রাসা, ধানুয়া ছালেহিয়া ফাযিল মাদ্রাসা, কাছিয়াড়া মহিলা আলিম মাদ্রাসা, বদরপুর সিনিয়র আলিম মাদ্রাসা, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম মাদ্রাসা, ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ আদর্শ একাডেমি, মনোয়ারা রশীদ ইসলামিয়া মাদ্রাসা, ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আত তাহজীব মডেল মাদ্রাসা, পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়, চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সাহাপুর মোহাম্মদীয়া চৌধুরী গাজী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, মাতৃছায়া কিন্ডারগার্টেন, গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়, চরপাড়া মোহাম্মদীয়া তৈয়্যবিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা, ইকরা মডেল মাদ্রাসা, বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেরোয়া বালিকা উচ্চ বিদ্যালয়, খাতুনে জান্নাত ফাতেমা মহিলা দাখিল মাদ্রাসা, রেনেসাঁ মডেল একাডেমি, বি. এইচ. ক্যাডেট স্কুল ও পাইকপাড়া ইউ. জি. উচ্চ বিদ্যালয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়