বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ এপ্রিল ২০২২, ০০:০০

চাঁদপুরে ইসলামী ছাত্র মজলিসের বদরের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার ॥

ঐতিহাসিক বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আল্লাহ তা’য়ালার বিশেষ সাহায্যে দ্বিতীয় হিজরির ১৭ই রমজান মদিনা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণে বদর প্রান্তরে সত্য-মিথ্যার পার্থক্য নির্ণয়কারী এ যুদ্ধ সংঘটিত হয়। এই ঐতিহাসিক যুদ্ধে বিজয় মদীনায় নবগঠিত ইসলামী রাষ্ট্রের ভিতকে সু-প্রতিষ্ঠিত করে। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার এক অমূল্য স্মারক। কুরআনের আলোকে ইসলামী সমাজ বিনির্মাণের প্রেরণার বাতিঘর। সেই চেতনাকে ধারণ করেই একটি সোনালী সমাজ বিনির্মাণের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে ইসলামী ছাত্র মজলিস।

তিনি আজ ইসলামী ছাত্র মজলিস চাঁদপুর জেলা আয়োজিত ‘বদরের তাৎপর্য শীর্ষক’ আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ছাত্র মজলিসের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারী বিল্লাল আহমদ চৌধুরী।

রেড চিলি চাইনিজ রেস্টুরেন্টে জেলা সভাপতি সাইফুদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মুহাম্মদ নূরে আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সেক্রেটারি জেনারেল ও খেলাফত মজলিসের জেলা নির্বাহী সভাপতি তোফায়েল আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি নূর মোহাম্মদ, সাবেক জেলা সভাপতি ফারুক মুহাম্মদ নুয়াঈম, মাওঃ কবির আহমদ, মনিরুল ইসলাম শিপন, সুলতান আহমদ, সাব্বির আহমদ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন কচুয়া পৌর ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ সালমান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়