বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২২, ০০:০০

মতলব উত্তরে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মাহবুব আলম লাভলু ॥

১৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০টায় মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা ক্যাম্পাসের রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা সভা কক্ষে এসে শেষ হয়।

হলরুমে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ শাজাহান কামাল।

মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ, কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ শাহজাহান কামাল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (জনস্বাস্থ্য) সজীব চন্দ্র, সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাহফুজ মিয়াসহ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার দক্ষিণ ব্যাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ক’টি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করে।

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখের এই ঐতিহ্য আমাদেরকে ধারণ করে প্রজন্মের পর প্রজন্ম যেন এটার চর্চা করতে পারে, বিকশিত করতে পারে এবং আধুনিক প্রযুক্তির সম্মিলন ঘটিয়ে যেন এটার আরো উৎকর্ষ সাধন করতে পারে সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়