বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২২, ০০:০০

ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

প্রায় সাত বছর পর ফরিদগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। চাঁদপুর জেলা ছাত্রলীগ এই কমিটি অনুমোদন দেয়। জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন খানের স্বাক্ষরে এই কমিটি ১৪ এপ্রিল অনুমোদন দেয়া হয়।

আগামী এক বছরের জন্যে অনুমোদন দেয়া ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে বাকী বিল্লাহকে। আর জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও আরিফুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। একই তারিখে রাকিবুল ইসলাম মিয়াজিকে সভাপতি ও শাহাদাত হোসেন শান্তকে সাধারণ সম্পাদক করে ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদগঞ্জ উপজেলা ও পৌর শাখার মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো এবং সেই সাথে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দেয়া হলো।

উল্লেখ্য, ছাত্রলীগের কমিটি এক বছরের জন্য দেয়া হলেও কমিটিগুলোর মেয়াদ শেষ হওয়ার পরও বছরের পর বছর বহাল থাকে। ফরিদগঞ্জের বেলায়ও তাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়