বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২২, ০০:০০

প্রাণের উচ্ছ্বাসে সংগীত নিকেতনের বর্ষবরণ
স্টাফ রিপোর্টার ॥

প্রাণের উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশে শিল্পী-কলাকুশলী আর সুধীজনদের ব্যাপক অংশগ্রহণে বর্ষবরণ উদ্‌যাপন করেছে বিশুদ্ধ সংস্কৃতি চর্চার ধারক ও বাহক ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন চাঁদপুর সংগীত নিকেতন। ১৪২৯ বঙ্গাব্দের প্রথমদিন ১৪ এপ্রিল পহেলা বৈশাখ বৃহস্পতিবার সবুজঘেরা পরিবেশে সংগীত নিকেতনের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে সংগঠনের নিজস্ব ভবন চন্দ্রকান্ত সাহা মিলনায়তনে বর্ষবরণ অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। আর সংগীত-পিপাসু থেকে শুরু করে সর্বশ্রেণির সুধীজন তা প্রাণভরে উপভোগ করেন। তাদের ব্যাপক উপস্থিতিতে চন্দ্রকান্ত সাহা মিলনায়তন মিলনমেলায় পরিণত হয়। বর্ষবরণে উপস্থিত মানুষজন বিগতদিনের দুঃখণ্ডদুর্দশা ভুলে গিয়ে আগামী দিনগুলোতে শান্তির সুবাতাস বয়ে দিতে একে-অপরকে জড়িয়ে ধরেন এবং হৃদয়ের উচ্ছ্বাস প্রকাশ করেন। কামনা করেন সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘ জীবন।

সকাল ৯টায় প্রভাতী অনুষ্ঠানে বর্ষবরণে সংগীত নিকেতনের শিক্ষক বিচিত্রা সাহা, বীণা ঘোষ ও রিয়া চক্রবর্তীর পরিচালনায় সম্মিলিতভাবে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংগীত নিকেতনের শিল্পী সুমেধা, অবন্তী, উপমা, রুপাঞ্জলী, শান্ত¡না, প্রত্যাশা বিশ্বাস, নিধি, অর্পিতা, দীপা, বর্ণালী, প্রতিভা, পূজা, রিচি, অহনা, তন্দ্রা, তানজিল, তনয়, রুদ্র, নবনিতা, রাহুল, ঐশী, মৌমিতা সেন, পূরবী দে, শিমান্তী প্রমুখ।

সংগীত নিকেতনের শিক্ষক বিমল চন্দ্র দের সঞ্চালনায় শিক্ষকদের মাঝে সংগীত পরিবেশন করেন শংকর আচার্য, শান্তি রক্ষিত, বাবুল চক্রবর্তী ও রিয়া চক্রবর্তী।

আভা রাণী বিশ্বাস ও কাব্য কনিকার পরিচালনায় নৃত্য পরিবেশন করেন কাব্য কনিকা ঘোষ, তানজিল আহমদ, অপূর্ব দত্ত রিচি, কামরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীতে সহায়তা করেন দ্বীপক চক্রবর্তী, শান্তি রক্ষিত ও সৌভিক পাল। মঞ্চ সজ্জা ও চিত্রপ্রদর্শনীতে সহায়তা করেন অমল সেনগুপ্ত, বিমল দে, পলাশ সেনগুপ্ত ও পল্লব সেনগুপ্ত।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক জীবন কানাই চক্রবর্তী এবং স্বাগত বক্তব্য রাখেন সংগীত নিকেতনের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ। নববর্ষকে স্বাগত জানিয়ে অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, মাহমুদ হাসান খান, সবিতা বিশ্বাস প্রমুখ। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগীত নিকেতনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত। বর্ষবরণকে কেন্দ্র করে সংগীত নিকেতনের শিল্পীদের চিত্রায়িত গ্রামণ্ডবাংলার চিত্র প্রদর্শনী প্রদর্শিত হয়। আয়োজিত সকল অনুষ্ঠানেই ছিলো উৎসবের আমেজ।

দীর্ঘদিন পর সংগীত নিকেতনের সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জীবন কানাই চক্রবর্তী তাঁর প্রাণের সংগঠন সংগীত নিকেতনে আসলে তাঁর সহকর্মী থেকে শুরু করে সংগীত নিকেতনের ছাত্র-ছাত্রীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাকে জড়িয়ে ধরে তাদের হৃদয়ের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়