বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২২, ০০:০০

চাঁদপুর সরকারি কলেজে বর্ষবরণ
প্রেস বিজ্ঞপ্তি ॥

চাঁদপুর সরকারি কলেজে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষা করে উৎসবমুখর পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ তথা বাংলা নববর্ষকে বরণ করে নেয়া হয়। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি, রেভার স্কাউটস্ এবং রেড-ক্রিসেন্ট সদস্যদের নানা রঙ-ঢঙে সাজানো মঙ্গল শোভাযাত্রা প্রধান গেট দিয়ে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজ ক্যাম্পাসে শেষ হয়। সকাল ১০টায় রাজু ভবনের সামনে অস্থায়ীভাবে নির্মিত প্যান্ডেলে শুরু হয় বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান।

‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ সমবেত সংগীত দিয়ে শুরু হয় বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ভাটিয়ালী, পল্লীগীতি, ভাওয়াইয়া গান পরিবেশনা ও কবিতা আবৃত্তিতে মুখরিত ছিলো কলেজ ক্যাম্পাস। কলেজ শিক্ষকদের মধ্যে পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও বর্ষবরণ অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর হোসেন বাহার, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ খালেদ ইকবাল এবং উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ শেখ সাদী সংগীত পরিবেশন করেন। বেলা ১২টা পর্যন্ত চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষক-শিক্ষার্থীরা পরিবারের ছোট ছোট সদস্যদের নিয়ে বর্ষবরণ অনুষ্ঠান উপভোগ করেন।

বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এবং উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা কলেজ পরিবারের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, বিএনসিসি ক্যাডেটবৃন্দ, রোভারের সদস্যবৃন্দসহ চাঁদপুরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। সবার জন্যে মঙ্গল বয়ে আনুক, ভালো কাটুক নতুন বছর এ প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়