বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২২, ০০:০০

ফরিদগঞ্জ পৌর পরিষদের শোকসভা ও কালোব্যাজ ধারণ
অনলাইন ডেস্ক

ফরিদগঞ্জ পৌরসভার সচিব ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি একেএম খোরশেদ আলমের মৃত্যুতে ফরিদগঞ্জ পৌর পরিষদের শোকসভা ও কালোব্যাজ ধারণ কর্মসূচি পালিত হয়েছে।

পৌর মেয়রের কার্যালয়ে ৫ এপ্রিল বেলা ১১টার দিকে মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শোকসভায় বক্তাগণ একেএম খোরশেদ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেন। কর্মসূচি পালন উপলক্ষে সকালে পৌরসভার মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগণ পৌর পরিষদে সমবেত হয়ে প্রথমে কালোব্যাজ ধারণ করেন এবং পরে শোকসভা করেন।

শোক সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহাবউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও পৌরসভার প্যানেল মেয়র-১ আব্দুল মান্নান পরান, প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিনসহ কাউন্সিলর ও কর্মকর্তাণ্ডকর্মচারীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়