বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২২, ০০:০০

মনিপুর চরে জাটকা সংরক্ষণ সপ্তাহের সমাপনী
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে মৎস্য অধিদপ্তরের ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২২ উপলক্ষে সচেতনতা, উদ্বুদ্ধকরণ সভা ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ৬ এপ্রিল বুধবার বেলা ১২টার সময় হাইমচর উপজেলার মেঘনা নদীর চর মনিপুরে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হাইমচর উপজেলা মৎস্য দপ্তর স্থানীয় জেলেদের সচেতন ও উদ্বুদ্ধকরণে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলার কয়েক শতাধিক জেলে উপস্থিত ছিলেন।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আল ফায়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোঃ আব্দুস ছাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসান। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শামসুল আলম পাটোয়ারী, হাইমচরের ওসি (তদন্ত) উৎপল দত্ত, নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সউদ আল নাসের, গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহবুব রশীদ। বক্তারা বলেন, জাটকা সংরক্ষণ সপ্তাহ বেশ কয়েক বছর ধরে কার্যকরভাবে পালন করায় গত কয়েক বছরে ইলিশের উৎপাদন অনেক বেড়ে গেছে।

জাটকা রক্ষা ও ইলিশ সম্পদ ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে জাটকা জেলে ও মৎস্যজীবী সম্প্রদায়, ইলিশের সাথে সম্পৃক্ত ব্যবসায়ী, আড়তদার এবং অন্যদেরকে সচেতন করে তোলা এবং ব্যাপক প্রচারণার মাধ্যমে জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এবারের জাটকা সংরক্ষণ সপ্তাহ ৩১মার্চ থেকে শুরু হয় এবং ৬ এপ্রিল শেষ হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়