রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০০:০০

বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা

সামনে নির্বাচন, ধানের শীষের পক্ষে মানুষের সমর্থন প্রাপ্তির মতো কাজ করুন

---শেখ ফরিদ আহমেদ মানিক

স্টাফ রিপোর্টার ॥
সামনে নির্বাচন, ধানের শীষের পক্ষে মানুষের সমর্থন প্রাপ্তির মতো কাজ করুন

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, আমাদের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা এবং তাঁদের কথাবার্তা ও বক্তব্য শুনে আজকে নতুন প্রজন্মের মধ্যে হাজার হাজার লাখ লাখ ফলোয়ার তৈরি হয়েছে। তাই জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে মানুষের সমর্থন পাওয়া যায় এমন কাজ করতে হবে। কেউ কোনো অপকর্ম করলে চিন্তিত হবেন না, কঠিন ব্যবস্থা নেয়া হবে। ইউনিয়ন ও উপজেলা কমিটির নেতাদেরকে জানাবেন। তারা যদি সমস্যার সমাধান না করেন, তাহলে আমাকে ফোন করবেন।

৪ অক্টোবর শুক্রবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

লালপুর বালুধূম উচ্চ বিদ্যালয় (বিষ্ণুপুর)-এর শ্রেণিকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ শাহজালাল মিশন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান।

বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম মিজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ কাইউম মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মোঃ মানিকুর রহমান (মানিক), সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশ প্রমুখ।

এছাড়াও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, কোষাধ্যক্ষ আঃ কাদির বেপারী, সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শরীফ আহমেদ খান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওয়ার্ড পর্যায়ে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন গিয়াসউদ্দিন ভূঁঞা, মোফাজ্জল হোসেন, ছাত্তার দর্জি, আলমগীর হোসেন হাওলাদার, নূরে আলম জিকু, মিজানুর রহমান, সালাহউদ্দিন, আবুল হাশেম, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন মিয়াজী প্রমুখ। সভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, শহীদ জিয়ার এই দলকে টিকিয়ে রেখেছে আমাদের তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ। খেয়াল রাখবেন কালসাপ পকেটে রাখতে নেই। সুযোগ পেলেই সে আপনাকে ছোবল দিবে। আগামী ৯ তারিখ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা শুরু হবে। আমাদের বিএনপি, ছাত্রদল, যুবদলের আলাদা কমিটি থাকবে প্রতিটি পূজা মণ্ডপে। কোনোভাবেই যেনো আমাদের হিন্দু ভাই-বোনদের এই পূজায় ব্যাঘাত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই নির্দেশনা আমাদের নেতা তারেক রহমানের। স্থানীয় পর্যায়ে কোনো সমস্যা থাকলে জানাবেন। যেহেতু আমরা ক্ষমতায় নেই, তাই আমরা প্রশাসনকে বলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবো।

দলীয় নেতা-কর্মীরা কোনো জমিজমা সংক্রান্ত মারামারির ঝামেলায় বিচার করতে যাবেন না। আদালতে পাঠিয়ে দিবেন। বিএনপি নেতা-কর্মী কোনোভাবেই এসব কাজে জড়াতে পারবেন না।

পরে শেখ ফরিদ আহমেদ মানিক সেখানে দলীয় নেতা-কর্মীদের সহ সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সন্ধ্যায় স্থানীয় বাইতুল মামুর জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। সেখান থেকে তিনি চাঁদপুর আসার পথে বিষ্ণুপুরে বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতা মরহুম আব্দুস সামাদ হাওলাদারের কবর জিয়ারত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়