শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে মারামারিতে ১০ জন আহত ॥ হাসপাতালে ভর্তি ৭ শিক্ষার্থী

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে মারামারিতে ১০ জন আহত ॥ হাসপাতালে ভর্তি ৭ শিক্ষার্থী

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে দুইপক্ষের হাতাহাতির ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৭জন। ১ সেপ্টেম্বর রোববার দুপুরে এ ঘটনা ঘটে। ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিসে আহত ৭ শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে। এরা হচ্ছেন উজ্জ্বল (২২), সায়মা (২২), মেঘ (২২), আসমা (২১), জমা (২০), আফরোজা(২৩) ও বৈশাখী (২১)।

নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানান, গত ২১ আগস্ট ইনস্টিটিউটের ভেতরগত ১৩ দফা দাবি নিয়ে কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দেয়ার পর তা পূরণ না হওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব শুরু হয়। এ নিয়ে রোববার সকাল থেকে দুইপক্ষের মধ্যে চরম উত্তেজনা শুরু হলে পরে মারামারি ও হাতাহাতিতে রূপ নেয়। এতে কমপক্ষে ১০জন আহত হয়। তবে এ বিষয়ে আহতরা কোনো কথা বলতে চাননি।

হাসপাতালের আরএমও ডাঃ আসিবুল হাসিব বলেন, আমরা ৯ জনকে চিকিৎসা দিয়েছি।

এ ব্যাপারে কথা বলতে নার্সিং ইনস্টিটিউট গেলে কোনো শিক্ষার্থী কথা বলতে চাননি।

নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ জয়নব বেগম বলেন, যে দাবি নিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে তা নিরসনে আমরা বসেছি। আশা করি সমাধান হয়ে যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়