শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০০:০০

চাঁদপুর জেলার বহুল প্রত্যাশিত দৃষ্টিনন্দন শ্রীশ্রী মহাপ্রভুর নিলাচল মন্দির

শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ইসকন শ্রী শ্রী মহাপ্রভু নীলাচলে মন্দিরে ৮ দিনব্যাপী অনুষ্ঠানমালা

অনলাইন ডেস্ক
শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ইসকন শ্রী শ্রী মহাপ্রভু নীলাচলে মন্দিরে ৮ দিনব্যাপী অনুষ্ঠানমালা

চাঁদপুর জেলার বহুল প্রত্যাশিত দৃষ্টিনন্দন শ্রীশ্রী মহাপ্রভুর নিলাচল মন্দির। ভক্তদের দীর্ঘ বছরের আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে। আজকের এই শুভ দিনে মন্দিরটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হবে। এই নতুন মন্দিরে ৭ জুলাই উদযাপিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ২০২৪। এ উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নবনির্মিত চাঁদপুর গণি মডেল স্কুলের বিপরীত পাশে নির্মিত হয় শ্রীশ্রী মহাপ্রভু নীলাচল মন্দির। এ মন্দিরে ৮ দিনব্যাপী অনুষ্ঠানমালা হাতে নেয়া হয়েছে। ১৫ জুলাই উল্টোরথের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে। প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় এ উৎসব। এর ৯ দিনের মাথায় হয় উল্টো রথযাত্রা।

এবারের রথযাত্রা উপলক্ষে বিশ্বশান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলী কীর্তন, ধর্মীয় নাটক, সংকীর্তনসহ থাকছে নানা আয়োজন। এই প্রথমবার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) শ্রীশ্রী মহাপ্রভু নীলাচল মন্দির চাঁদপুরের উদ্যোগে রথযাত্রা শুরুর দিন ইসকনের পক্ষ থেকে শহরের পুরাণবাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শ্রীশ্রী মহাপ্রভু নীলাচল মন্দিরে এসে শেষ হবে।

উৎসবের প্রথম দিনের অনুষ্ঠানে থাকছে সকাল ১১ টায় বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞানুষ্ঠান, দুপুর ১২ টায় শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানী রাজভোগ, দুপুর ১টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের মহা প্রসাদ বিতরণ, দুপুর ২ টায় ভাগবতীয় আলোচনা সভা। আলোচক ইসকন চাঁদপুর জেলা সভাপতি শ্রীপাদ জগদানন্দ পন্ডিত দাস ব্রহ্মচারী ও রাষ্ট্রীয় অতিথি, জ্যেষ্ঠ ভক্তবৃন্দ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিকেল ৪ টায় শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীর শুভ রথারোহন ও বর্ণাঢ্য শোভাযাত্রা। পুরাণবাজার লোহারপুল থেকে শুরু হয়ে চাঁদপুর শহর পরিভ্রমণ করে নবনির্মিত শ্রীশ্রী মহাপ্রভু নীলাচল মন্দির পর্যন্ত। সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত তুলসী আরতি, গৌর আরতি ও নৃসিংহ আরতি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা করেন ইসকন চাঁদপুর জেলা শাখার সভাপতি শ্রীপাদ জগদানন্দ পণ্ডিত দাস ব্রহ্মচারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়