প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২১, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বাকশালী শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপি : শরীফ মোঃ ইউনুছ
গতকাল ১ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় ফরিদগঞ্জ বিএনপি কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলালের পরিচালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম চৌধুরী, ফরিদগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাবেক ছাত্রনেতা আমানত গাজী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ এ কে আজাদ, আবদুল খালেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মহসিন মোল্লা, সদস্য সচিব সাবেক ছাত্রনেতা আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন, সদস্য সচিব আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটোয়ারী, সদস্য সচিব সবুর পাটোয়ারী রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্য সচিব সালাউদ্দীন মিজি, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল-আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু ও শ্রমিক দলের সভাপতি আজিম খান।
|আরো খবর
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শহীদ ভূঁইয়া, বাছির আহমেদ চেয়ারম্যান, নফর মুন্সী, যুগ্ম সম্পাদক মোঃ আবদুর রহমান, দপ্তর সম্পাদক ফারুক আহমেদ খান, প্রচার সম্পাদক মাসুদ আলম, কৃষি সম্পাদক ফারুক মোল্লা, ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকের মধ্যে উপস্থিত ছিলেন আলী হোসেন বেপারী, আবদুল কাদির মেম্বার, আবু জাফর মিলন, শাহ আলম, ১১নং হারুনুর রশিদ চেয়ারম্যান, খন্দকার হুমায়ুন কবির, হাছি মেম্বার, শাহজাহান গাজী, শাহীন মোল্লা, বেলায়েত হোসেন, ইকবাল হোসেন, আব্বাস গাজী, হামীমুর রহমান বাবু, জেলা যুবদলের সদস্য মোক্তার মিজি প্রমুখ।
সভাপতির বক্তব্যে শরীফ মোঃ ইউনুছ বলেন, বাংলাদেশের মানুষ যখন মৌলিক অধিকার হারিয়ে বাকশালী দুঃশাসনের যাঁতাকলে পিষ্ট, সকল প্রকার অধিকার চর্চা করার সুযোগ থেকে বঞ্চিত, ঠিক তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠা করে জনগণকে বাকশালী দুঃশাসন থেকে মুক্ত করেছিলেন। ফিরিয়ে দিয়েছিলেন সকল প্রকার অধিকার। আমরা আবার বাকশালি শাসকের অত্যাচারে অতিষ্ঠ। জনগণকে জেগে উঠে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করতে হবে। তিনি সকলকে আন্দোলনের জন্যে প্রস্তুত থাকার আহ্বান জানান।