শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০০:০০

কচুয়ায় যুবলীগ নেতাসহ ৮ জুয়াড়ি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি ॥
কচুয়ায় যুবলীগ নেতাসহ ৮ জুয়াড়ি গ্রেফতার

কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়ন যুবলীগ নেতা সাইফুল ইসলাম মাইকেলসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাদের চাঁদপুর জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক কাজী আনোয়ার হোসেন ও দোলোয়ার হোসেন। তারা বলেন, ভূঁইয়ারা মনসামুড়ায় ১লা বৈশাখ উপলক্ষে বৈশাখী মেলায় জুয়া খেলারত অবস্থা গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে কচুয়া থানা নিয়ে আসা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ১ হাজার ৭শ’ ১০টাকা, চক্কা লুডু, খেলার বোর্ড, তাস কার্ডসহ জব্দ করা হয়। জুয়াড়িদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো ভূঁইয়ারা গ্রামের সাইফুল ইসলাম মাইকেল (৪০), মিলন হোসেন (২২), সাকিল হোসেন (২৬), সোলাইমান (৪৫), নাছির উদ্দিন (২১), দহুলিয়া গ্রামের আব্দুল কাইয়ুম (২৭), মেঘদাইর গ্রামের সাকিল হোসেন (১৯) ও পাশর্^বর্তী পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ গ্রামের মনির হোসেন (৪০)।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতরা মনসামুড়ায় মন্দিরের সামনে বৈশাখী মেলায় আসর বসিয়ে জুয়া খেলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। জুয়াখেলা বন্ধ করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়