শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ০০:০০

হাজীগঞ্জে শিশু খাদ্যে ভেজালের দায়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকা জরিমানা

কামরুজ্জামান টুটুল ॥
হাজীগঞ্জে শিশু খাদ্যে ভেজালের দায়ে ব্যবসায়ীর ১০ লাখ টাকা জরিমানা

শিশু খাদ্যে কেমিক্যাল ও বিষাক্ত কাপড়ের রঙ মিশিয়ে বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালত চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারক মোঃ মোরশেদ আলম অভিযুক্ত ব্যবসায়ী মোঃ আনাছের উপস্থিতিতে এই রায় দেন। তিনি হাজীগঞ্জ বাজারের স্বর্ণকার পট্টির হাজী আবু তাহের স্টোরের স্বত্বাধিকারী। আনাছ বহু বছর ধরে এই নিম্নমান ও ভেজাল শিশু খাদ্য বিক্রি করে আসছেন বলে অভিযোগ রয়েছে। যে কারণে এই অভিযান পরিচালনা করা হয় বলে স্যানিটারী পরিদর্শক চাঁদপুর কণ্ঠকে জানান।

হাজীগঞ্জ উপজেলা স্যানিটারি পরিদর্শক সামছুল আলম রমিজ নিয়মিত অভিযানে গিয়ে ওই ব্যবসায়ীর দোকানে শিশুদের খাদ্যে কেমিক্যাল ব্যবহার, বিষাক্ত কাপড়ের রঙ, চকলেট, আইচপপ ও ললিপপ, ক্যান্ডি চকলেট, লিচু, রঙ মেশানো কাপ আচার, খেলনাযুক্ত শিশু খাদ্য ও লজেন্স এবং মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী পান। এরপর তিনি তার বিরুদ্ধে শিশু খাদ্য আইনে ২০২৩ সালের ২৩ নভেম্বর মামলাটি দায়ের করেন।

স্যানিটারী পরিদর্শক ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক সামছুল আলম রমিজ আরো জানান, ব্যবসায়ী আনাছ এসব অনুমোদনবিহীন কেমিক্যাল মিশ্রিত শিশু খাদ্যসমূহ উপজেলার বাজারগুলোর বিভিন্ন দোকানে পাইকারি দরে বিক্রি ও সরবরাহ করে থাকেন। যে কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর বিভিন্ন ধারায় মোট ১০ লাখ টাকা জরিমানার আদেশ দেয় আদালত।

অপর এক প্রশ্নে সামছুল আলম রমিজ জানান, আদালতের রায়কৃত জরিমানার পুরো ১০লাখ টাকা জমা দিয়ে দেবার কারণে আনাছকে আদালত খালাস দেয় ও সতর্ক করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়