প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০০:০০
অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এ নির্বাচনে ভোট প্রদান করেছেন ৪০৪ জন। মোট ভোটার ছিলো ৪১৯ জন। ১৫ জন ভোটার ভোট দেননি। নির্বাচনে ১২টি পদের জন্য দু প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২৮ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গনণা করছে নির্বাচন কমিশন। রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
জেলা আইনজীবী সমিতি ভবনের ২য় তলায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল এবং সহকারী নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রিপন।
চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতি নির্বাচনের রিটার্নিং অফিসার জেলা আইনজীবী সমিতির রেজিস্ট্রারিং অথরিটি কমিটির চেয়ারম্যান অ্যাডঃ মোঃ আবুল হাসানাত বেপারী এ প্রতিবেদকে জানান, ৬টি বুথে ভোটাররা তাদের মনোনীত প্রার্থীদের ভোট প্রদান করেন। নির্বাচনে মোবাইলসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে দেয়া হয়নি ভোটারদেরকে।
এ নির্বাচনে মোঃ মিজানুর রহমান সরদার-মোঃ শাহজাহান প্রধান ও নাহিদ হাসান (এ) প্যানেলের পদের প্রার্থীরা ছিলেন : সভাপতি পদে মোঃ মিজানুর রহমান সরদার, সহ-সভাপতি পদে বাসুদেব, সাধারণ সম্পাদক পদে শাহজাহান প্রধান, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক পদে মেহেদী হাছান, কোষাধ্যক্ষ পদে দুলাল হোসেন, সদস্য কার্যকরী পদে পিন্টু দাস, জাহাঙ্গীর হোসেন, জেনারেল অডিটর পদে মোঃ শিপন বাবু, রানিং অডিটর পদে আমির হোসেন, সভাপতি নিয়ন্ত্রণ পরিষদ পদে সেলিম মিজি, সম্পাদক নিয়ন্ত্রণ পরিষদ পদে নাছির উদ্দিন এবং সদস্য নিয়ন্ত্রণ পরিষদ পদে আল-আমিন খান ও সাগর সরকার।
অপর প্যানেল মোঃ আবু জাফর মাঈন উদ্দিন-মোঃ মনির হোসেন মুন্সি ও সাংগঠনিক সম্পাদক মোঃ নূরে আলম খান (বি) প্যানেলের প্রার্থীরা হলেন : সভাপতি পদে আবু জাফর মাইন উদ্দিন, সহ-সভাপতি পদে সালামত তালুকদার, সাধারণ সম্পাদক পদে মনির হোসেন মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আবু সালেহ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক পদে নূরে আলম খান, কোষাধ্যক্ষ পদে মামুন হোসেন, কার্যকরী সদস্য পদে মাহবুব ঢালী, শাহজামাল, জেনারেল অডিটর পদে আমিনুর রহমান তপাদার, রানিং অডিটর পদে জাকির হোসেন, সভাপতি নিয়ন্ত্রণ পরিষদ পদে খোরশেদ আলম, সম্পাদক নিয়ন্ত্রণ পরিষদ পদে সুজিত দাস এবং সদস্য নিয়ন্ত্রণ পরিষদ পদে ফয়সাল মিয়াজী ও নাহিদ গাজী।
নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন : সহকারী নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ তৌহিদুল ইসলাম তরুণ, জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ কাইয়ুম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মেরাজ আহমেদ সিদ্দীকী, সহকারী রিটার্নিং অফিসার জেলা আইনজীবী সমিতির রেজিস্ট্রারিং অথরিটি সম্পাদক মোঃ মামুন হোসেন মিয়াজী, সদস্য অ্যাডঃ মোঃ সানজিদ হাসান (সানি), অ্যাডঃ রিয়াদ হোসেন মুনতাসির ও অ্যাডঃ মাহবুব আলম।