প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ০০:০০
আজ ও কাল ১৬ ও ১৭ নভেম্বর অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পুণ্যজন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমে প্রতি বছরের ন্যায় এবারও ‘ভ্রাতৃ-দ্বিতীয়া অখণ্ড সম্মেলন’ অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে বাংলাদেশের সকল ‘অখণ্ড মণ্ডলী’ আঞ্চলিক ও জেলা সম্মিলিত অখণ্ড সংগঠনের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন। দেশের অখণ্ড আদর্শ অনুসারীদের কেন্দ্রীয় সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠন’ প্রতি বছর এই সম্মেলন আয়োজন করে থাকে। ‘পুণ্যজন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম পরিচালনা পরিষদ’ এবং চাঁদপুর অযাচক আশ্রম বোর্ড অব ট্রাস্ট উক্ত সম্মেলন সফল করার লক্ষ্যে ইতিমধ্যে সকল আয়োজন সম্পন্ন করেছে।
‘ভ্রাতৃ-দ্বিতীয়া অখণ্ড সম্মেলন’ উপলক্ষে গৃহীত অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে : আজ বৃহস্পতিবার ১৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর অযাচক আশ্রম প্রাঙ্গণে জাতি-ধর্মণ্ডবর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে সমবেত উপাসনা। রাত ৮টায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিবৃন্দকে নিয়ে সাংগঠনিক আলোচনা প্রথম পর্ব শুরু, রাত ১০টায় সাংগঠনিক অধিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মুলতবি ঘোষণা। কাল শুক্রবার ১৭ নভেম্বর সকাল সাড়ে ৮টায় পুণ্যজন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রমের আয়োজনে সাপ্তাহিক সমবেত উপাসনা, বেলা ১১টায় ভ্রাতৃ-দ্বিতীয়া অখণ্ড সম্মেলনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। উক্ত সম্মেলনে বৃহত্তর চাঁদপুর জেলার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
সম্মেলনে চাঁদপুর অযাচক আশ্রমের সম্মানিত অধ্যক্ষ শ্রী স্বরূপ ব্রহ্মচারীসহ অন্য নেতৃবৃন্দ বৃহত্তর চাঁদপুর জেলার অখণ্ড-অখণ্ড ও সনাতনী সমাজের সকল সজ্জনকে সপরিবারে উপস্থিত থাকার জন্যে আমন্ত্রণ জানিয়েছেন।