শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০০:০০

কাল চাঁদপুর স্টেডিয়ামে আওয়ামী লীগের উন্নয়ন সমাবেশ
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) নির্বাচনী এলাকায় ২০২১ থেকে ২০২৩ এই তিন বছরে সরকারের বাস্তবায়িত এবং চলমান বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে বিশাল উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামীকাল ১ নভেম্বর বুধবার বেলা আড়াইটায় চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই উন্নয়ন সমাবেশ। এদিন সাড়ে তিন শতাধিক কোটি টাকার ৯৪টি প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। শিক্ষামন্ত্রী এক আনন্দঘন অনুষ্ঠানে এসব উদ্বোধন করবেন। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ, হাইমচর উপজেলা আওয়ামী লীগ এবং চাঁদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হবে এই উন্নয়ন সমাবেশ। সমাবেশের সার্বিক সহযোগিতায় রয়েছেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। এই সমাবেশ হওয়ার কথা ছিলো ২৫ অক্টোবর। সেদিন ঘূর্ণিঝড় হামুনের কারণে সমাবেশটি পিছানো হয়।

এদিকে উন্নয়ন সমাবেশ সফল করতে চাঁদপুর সদর, পৌর এবং হাইমচর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এই তিন ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ অন্যান্য সংগঠন দফায় দফায় প্রস্তুতি সভা করেছে। জেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দও প্রস্তুতি সভা করেছেন এবং প্রতিদিনই তারা বসছেন। শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল একটি সমাবেশ করার প্রস্তুতি তারা নিচ্ছেন।

জানা গেছে, এদিন বাস্তবায়িত এবং চলমান ৯৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। যা অর্থের পরিমাণে ৩৫৯ কোটি ৮৬ লক্ষ ৫৯ হাজার ৪৪৩ টাকা। চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বাস্তবায়িত এবং চলমান এসব উন্নয়ন প্রকল্প হলো : গণপূর্ত বিভাগের ১টি, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ১৪টি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৬৫টি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ২টি, বিএডিসি (ক্ষুদ্র সেচ) ১টি ও জেলা ত্রাণ পুনর্বাসন অধিদপ্তরের ১০টি।

সমাবেশে ২০ সহস্রাধিক লোকের জমায়েত করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। দলীয় নেতা-কর্মীর বাইরেও বিভিন্ন পেশার সুধী মহলের বিশাল একটা অংশ সমাবেশে অংশ নেবেন। এই উন্নয়ন সমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্যে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল ও চাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়