প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০০:০০
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার যুগ্ম সচিব ড. আশরাফুল আলমের স্বাক্ষরে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ ‘জনস্বার্থে’ বাতিল করা হয়েছে। এ ব্যাপারে ১৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য পাওয়া গেছে। যার স্মারক নং : ০৫.০০.০০০০.১৪৬.০১.০৩৬.১৭-৪২৪, তারিখ : ১৮-১০-২০২৩ খ্রিঃ।
বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, অতি সম্প্রতি জাতীয় নদী রক্ষা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মঞ্জুর আহমেদ চৌধুরী তার দীর্ঘ বক্তব্যের বেশিরভাগ সময় ধরে চাঁদপুরের প্রশাসন এবং জনপ্রতিনিধিকে ঘায়েল করার লক্ষ্যে কিছু অযাচিত শব্দ ব্যবহার করেন। শুধু তাই নয়, তিনি চাঁদপুর-৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপুকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে অপ্রত্যাশিত এবং নিন্দনীয় ও অগ্রহণযোগ্য মিথ্যা-বানোয়াট বক্তব্য রেখেছেন। তার বক্তব্যের প্রেক্ষিতে চাঁদপুরে আওয়ামী রাজনীতির মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনকি তার অযাচিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে তার বিরুদ্ধে নদী দখলের গুরুতর অভিযোগ নিয়ে প্রথম আলো পত্রিকাসহ বিভিন্ন জাতীয় দৈনিকে নিউজ আসে। অভিজ্ঞজনরা মনে করছেন, তার অপকর্ম ঢাকতেই সে সরকারের ক্লিন ইমেজের মন্ত্রীর বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে জঘন্য মিথ্যা ও আপত্তিকর মন্তব্য করে। এসব কারণেই ড. মঞ্জুর আহমেদ চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগ পূর্ণ হওয়ার পূর্বেই জনস্বার্থে নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের পদ থেকে চুক্তি বাতিল করা হয়েছে। এজন্যই নিয়োগ বাতিলের চিঠিতে ‘জনস্বার্থে’ শব্দ উল্লেখ করা হয়।