প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ০০:০০
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ঢাকার অধীনে অনুষ্ঠিত ফাজিল পরীক্ষা-২০২১ এর ফলাফলে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা সাফল্যজনক ফলাফল অর্জন করেছে। ফাজিল স্নাতক ১ম বর্ষে মোট ২০ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জনই উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতভাগ। তন্মধ্যে এ প্লাস ২ জন, এ ৪ জন, এ মাইনাস ৫জন, বি ৭জন ও সি ২জন, সর্বমোট ২০ জন। ফাজিল স্নাতক ২য় বর্ষে ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জনই উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতভাগ। তন্মধ্যে এ প্লাস ১জন, এ ৬ জন, এ মাইনাস ৮ জন, বি ৪জন ও সি ২জন। ফাজিল স্নাতক ৩য় বর্ষে ২৯ জন পরীক্ষার্থীদের মধ্যে ২৯ জনই উত্তীর্ণ হয়েছে। পাশের হার শতভাগ। তন্মধ্যে এ ১৩জন, এ মাইনাস ১১জন, বি ৫জন। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি এইচএম আনোয়ার মোল্লা জানান, শতভাগ সন্তোষজনক ফলাফল অর্জনে সম্মানিত শিক্ষকম-লী ও গভর্নিংবডির আন্তরিক অবদান রয়েছে।