রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০০:০০

চাঁদপুরে ছাত্র অধিকার পরিষদের মিছিলে হামলা ॥ আহত ১০
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির যুব ও ছাত্র অধিকার পরিষদের ১০জন নেতা-কর্মী আহত হয়েছে।

১১ আগস্ট শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ সিএনজি স্ট্যান্ডের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ জানান, শুক্রবার কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লার মুক্তি এবং গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে যুব অধিকার, ছাত্র অধিকার এবং শ্রমিক পরিষদের কয়েক শতাধিক নেতা-কর্মী অংশ নেয়। শান্তিপূর্ণ সমাবেশের লক্ষ্যে তারা শহরের ছায়াবাণী মোড় এলাকা থেকে মিছিল নিয়ে শপথ চত্বর এলাকায় সমাবেশস্থলে রওনা দেয়। মিছিলটি মুক্তিযোদ্ধা সড়ক দিয়ে সিএনজি স্ট্যান্ডের সামনে গেলে সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিপরীত দিক থেকে আসা ছাত্রলীগের একটি মিছিল অতর্কিত হামলা চালায়। এতে চাঁদপুর জেলা ছাত্র, যুব, গণঅধিকার পরিষদের প্রায় ১০জন নেতা-কর্মী আহত হয়।

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের সংগঠক আশরাফুজ্জামান কাজী রাসেল বলেন, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমাদের ৮-১০ জন নেতা-কর্মী গুরুতর আহত হয়েছে। চলমান ১দফা আন্দোলনে ভীত হয়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এখন বিরোধীদের ওপর চড়াও হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়