প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০০:০০
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি চাঁদপুর জেলা শাখার অনুমোদিত এডহক কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা প্রদান পূর্বক কুশল বিনিময় করেন। গত ৯ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অ্যাডঃ মনোয়ারুল ইসলাম, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা, সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, মোঃ ইসমাইল হোসেন ও মৃদুল দাস। আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সর্দার আবুল বাসার, অ্যাডঃ বিভূতি ভূষণ নাথ, অ্যাডঃ আবেদা সুলতানা ও সাংবাদিক বিমল চৌধুরী।
মৈত্রী সমিতি কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এইউএসএম সাইফুল্লাহ ও সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান কর্তৃক স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটির সভাপতির অনুমতিক্রমে তারা ৭ সদস্য বিশিষ্ট জেলা এডহক কমিটির অনুমোদন প্রদান করেন। অনুমোদিত এডহক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্যেও নির্দেশনা প্রদান করা হয়। অনুমোদিত এডহক কমিটির নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।