প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
মতলব দক্ষিণে নারায়ণপুর প্রেসক্লাবের ২০২৩ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় প্রেসক্লাব কার্যালয়ে ১৯ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। বিদায়ী সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহর সভাপ্রধানে এবং বিদায়ী সাধারণ সম্পাদক এম রেজোয়ান বাদলের সঞ্চালনায় প্রেসক্লাবের সদস্যরা উন্মুক্ত আলোচনা করেন। প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী গত ২৫ জানুয়ারি সাধারণ সভার মাধ্যমে দৈনিক চাঁদপুর কণ্ঠের নিজস্ব প্রতিনিধি মুহাম্মদ আরিফ বিল্লাহকে সভাপতি এবং দৈনিক ইলশেপাড়ের নিজস্ব প্রতিনিধি ও বাংলাদেশ জার্নালের চাঁদপুর প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিবকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। উল্লেখিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি নারায়ণপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সুখরঞ্জন দাস (নিউজ টুডে), মোহাম্মদ আলী মুকুল জিতু মিঞা (পাঠক সংবাদ), এম রেজোয়ান বাদল (দৈনিক চাঁদপুর জমিন), যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সরকার (ডেইলী নিউ এইজ ও রয়েল নিউজ), মিঞা মোঃ মামুন (পাঠক সংবাদ), সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন কানন, মোঃ ইব্রাহিম খলিল (দিন বদলের আলো), কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা (পাঠক সংবাদ), দপ্তর সম্পাদক সৈকত হোসেন রানা (পাঠক সংবাদ), প্রচার সম্পাদক মোঃ তাওহিদ পাটোয়ারী মনির (দৈনিক প্রিয় চাঁদপুর), আপ্যায়ন সম্পাদক শরিফুল ইসলাম (বিডিপি নিউজ), কার্যকরী সদস্য এএ বিল্লাল (চাঁদপুর কণ্ঠ), জয়নাল আবেদীন (আজকের মতলব), সাইফুল ইসলাম রনি (পাঠক সংবাদ ও দৈনিক মাতৃভূমির খবর), আবু সায়েম মাস্টার (চাঁদপুর বার্তা ও ভোরের ডাক), সফিউল আলম প্রধান (আজকের মতলব), আসিফ ইকবাল ডন (একুশে সংবাদ)।