রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে সবজিসহ মাছ-মাংসের বাজার ঊর্ধ্বমুখী

ফরিদগঞ্জে সবজিসহ মাছ-মাংসের বাজার ঊর্ধ্বমুখী
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা দেখা দিয়েছে। প্রতি বছর রমজান শুরু হলে নিত্যপণ্যের বাজার হুহু করে বাড়তে থাকে। এ বছরও এর ব্যতিক্রম ঘটেনি।

রমজানে বাড়তি চাহিদাকে পুঁজি করে বেড়েছে মাছ-মাংসের দাম। আগের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে সবজি। এ সময় এসে বেড়েছে ইফতার ও সাহরিতে ব্যব‎‎হৃত পণ্যের দাম। এতে বিপাকে পড়েছে নিম্নআয়ের মানুষ। সংযমের মাস রমজানে পণ্যের দাম না বাড়ানোর জন্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ী সমিতির পক্ষে ঘোষণা দেয়া হলেও তা কার্যকর হচ্ছে না এ উপজেলার হাট-বাজারগুলোতে।

স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইচ্ছাকৃতভাবে এসব পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। ভোক্তা অধিকার সংস্থা ও স্থানীয় প্রশাসনের নিরবতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ক্রেতারা এ অভিযোগ তোলেন। মাঝে মধ্যে প্রশাসন কর্তৃক কিছু কিছু এলাকায় অভিযান চালালেও তা আইওয়াশ ছাড়া অন্য কিছু নয় বলে ভুক্তভোগীরা অভিযোগ তোলেন।

উপজেলার বিভিন্ন হাট-বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, রমজানকে কেন্দ্র করে ছোলা, চাল, ডাল, তেল ও মসলার দাম বেড়েছে। তবে নতুন করে বাড়েনি পেঁয়াজের দাম। রোজায় সবজির বাজারে বেগুন, লেবু ও শসার চাহিদা বাড়ায় এসব কাঁচামালের দাম কয়েক গুণ বেড়েছে।

রোজায় বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকা , লেবু জোড়া ৩০ টাকা, শসা ৮০ টাকা, আলু বিক্রি হচ্ছে ২০ টাকা, বরবটি ৬০ টাকা, ঢ়েঁড়স ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, করলা ৭০ টাকা, কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা। এছাড়া লেয়ার ২৬৫, কক মুরগি ৩৬০ টাকা বিক্রি হচ্ছে।

বাজারে পণ্যের দাম বাড়ার বিষয়ে ব্যবসায়ী সোহেল বলেন, আমরা বেশি দামে পণ্য কিনি। সেহেতু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। অপরদিকে মাছের বাজার ঘুরে দেখা যায়, মিঠাপানি ও সামুদ্রিক মাছ দ্বিগুণ মূল্যে বেচা-বিক্রি হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়