প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ২১:১০
ইত্তেফাকের হাজীগঞ্জ প্রতিনিধির চাচার ইন্তেকাল
হাজীগঞ্জ পৌর ১০নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া মনিনাগ মজুমদার বাড়ির মো. আবুল হোসেন লায়েক মজুমদার আর নেই। তিনি সোমবার বেলা ১১টায় চট্টগ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার হাজীগঞ্জ উপজেলা সংবাদদাতা শাখাওয়াত হোসেন শামীমের চাচা ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আবুল খায়ের মজুমদারের ছোট ভাই। রাতে জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।