প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬
ফরিদগঞ্জে ভোট বর্জনের আহবানে মতিনের নেতৃত্বে লিফলেট বিতরণ
সরকার পতনের এক দফা দাবি আদাযয়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলন এবং ৭ জানুয়ারি ভোট বর্জনের আহ্বান জানিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় লিফলেট বিতরণ করেছে যুবদল ও বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
|আরো খবর
শনিবার ৩০ (ডিসেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা যুবদলের প্রস্তাবিত সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মতিনের নেতৃত্বে বিএনপি, যুবদল এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপজেলার কালির বাজারেের অলি-গলিতে, বিভিন্ন দোকানে, যানবাহনের ডাইভার এবং যাত্রীসহ পথচারীদের মধ্যে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণশেষে আব্দুল মতিন বলেন সাজানো এবং বাগ বাটোয়ারার নির্বাচন জনগণ ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া কেউ ভোটকেন্দ্রে যাবে না। এই নির্বাচন দেশে-বিদেশে কারো কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এজন্য তিনি সকলকে নির্বাচন বর্জনের আহ্বান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহাদাত হোসেন টেলু, ১৪নং দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাজান হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ১৪ নং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুবেল হোসেন, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ সবুজ, ১২ নং চরদুঃখিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সুমন মোল্লা, সদস্য সচিব আনোয়ার গাজী, ১১ নং চরদুঃখিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিব হোসেন, ১৬ নং রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাহাপুজুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম সুমন পাটোয়ারী, উপজেলা যুবদলের নেতা ফারুক হোসেন রুনু, ১৪নং দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শরীফ হোসেনসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাদিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।