প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ২০:১৯
২শ'আসনে প্রার্থী দিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০০ আসনে চেয়ার প্রতীকে প্রার্থী দিয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি ) আসনে মনোনয়নপত্রের অনুলিপি দাখিলের পর দলের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বিষয়টি নিশ্চিত করেন। এ আসনটিতে তিনি নিজে প্রার্থী হয়েছেন।
|আরো খবর
এর আগে এদিন সকালে জেলাপ্রশাসক ও রিটার্নিং অফিসার কামরুল হাসান কাছে মনোনয়নপত্র দাখিল করেন আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী। এরপর তিনি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্রের অনুলিপি দাখিল করেন।
এ সময় তিনি বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর প্রতীক হচ্ছে "চেয়ার"। তাদের রাজনৈতিক দলের নিবন্ধন নম্বর- ৩০। নির্বাচন কমিশন সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে। তাই রাজনৈতিক দল হিসাবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশ নিচ্ছি এবং ২০০টি আসনে প্রার্থী দিয়েছে।
কারণ হিসেবে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বলেন, আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার চিরতরে বিলুপ্ত হোক এবং অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের মতো, আমাদের সংবিধান অনুযায়ী একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করা হোক। সরকার এবং নির্বাচন কমিশন সেই প্রতিশ্রুতিও দিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, মাও. মোহাম্মদ আলী নক্সবন্দী, চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মনজুর আলম পাটওয়ারী, অর্থ সম্পাদক ও হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ জাকির হোসেন মিয়াজী, জেলা সদস্য কাজী মোঃ হারুনুর রশিদ প্রমুখ।