প্রকাশ : ৩১ জুলাই ২০২২, ১৮:৪৯
সারাদেশে লোডশেডিং প্রতিবাদ
চাঁদপুরে বিএনপির শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ

আওয়ামী সরকারের কারণে সারাদেশে লোডশেডিং, বিদ্যুৎ সংকট জ্বালানি সংকট সীমাহীন দুর্নীতি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চাঁদপুর জেলা বিএনপি।
|আরো খবর
৩১ জুলাই রবিবার বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
এ সময় তিনি বলেন, দেশে আজকে আমাদের সাংবিধানিক অধিকার নেই, মৌলিক অধিকার নেই। আমার আপনার ট্যাক্সের পয়সায় যে পুলিশের বেতন হয়। সেই পুলিশই আমাদের উপর গুলি চালায়।মনে রাখবেন এদেশের জনগন কিন্তু আপনাদের ক্ষমা করবেনা।
আজকে সময় এসেছে রাজপথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার।আজকে এই সমাবেশ থেকে বলতে চাই আগামীর নির্বাচন হবে হাসিনা বিহীন তত্ত্বাবধাক সরকারের অধিন নির্বাচন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না।
চাঁদপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসাইন ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুনীর চৌধুরী, চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনূর রশীদ, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুছ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমএ শুক্কুর পাটওয়ারী, হুমায়ন কবির প্রধান (কচুয়া), জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরউদ্দিন বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ পলাশ, হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ কোতয়াল, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক,জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী।
জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু বিএনপি নেতা জসিম উদ্দিন খান বাবুল জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক সেলিমুছ সালাম, ফেরদৌস আলম বাবু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাববেশে বক্তারা বলেন,এই সরকারের পায়ের তলায় মাটি নেই।এই সরকার চাল নিয়ে চালবাজি করেছে এখন আবার তেল নিয়ে তেলবাজি শুরু করেছে। এদের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। আগামী দিনে একদফা এক দাবি হাসিনা তুমি কবে যাবি এই আন্দোলনের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটাতে হবে।
এর আগে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হন।
বিকাল সাড়ে তিনটায় সমাবেশ শুরু হয় এ সময় এএসপি সার্কেল সদর, থানা ওসিসহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত থাকলেও বিএনপির সমাবেশে বাধা দেয়নি পুলিশ।