প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ১০:৫৪
হাজীগঞ্জে দুই ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে বহিস্কার
হাজীগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান বহিস্কার করেছে আওয়ামীলীগ। আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে দলীয় প্রার্থীর থাকার পরও তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। বহিস্কারের শিকার প্রার্থীরা হলেন উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন মিয়াজী ও ৯নং গন্ধব্যপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলিটারি।
শুক্রবার জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত একপত্রের আলোকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বহিস্কারের শিকার সোহবার হোসেন মিয়াজী উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদ। তিনি তার নিজ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হয়ে চশমা প্রতীকে নির্বাচন করছেন। অপর বহিস্কৃত রফিকুল ইসলাম মিলিটারী উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক। তিনি তার ইউনিয়নে আনারস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন।
জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করায় গত ২ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি প্রেরিত পত্রের আলোকে এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর গঠণতন্ত্রের ৪৭ ধারার (ঠ) উপধারা মোতাবেক তাদেরকে বহিস্কার করে জেলা আওয়ামী লীগ। এরপর থেকে তারা দলীয় পদে পরিচয় প্রদান করতে পারবেনা বলে পত্রে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, হাজীগঞ্জের ১১ টি নৌকা প্রতীকে প্রার্থী থাকার পরও বহিস্কৃতরা ছাড়া আরো ৬ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। তারা হলেন, রাজারগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থক আনারস প্রতীকে মো. রফিক পাটওয়ারী, কালচোঁ দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থক আনারস প্রতীকে মো. জাহাঙ্গীর হোসেন ফরাজী, হাজীগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের (পূর্ব) সাধারণ সম্পাদক আনারস প্রতীকে ইউসুফ প্রধানীয়া সুমন, বড়কুল পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনারস প্রতীকে মজিবুর রহমান মজিব।
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান চশমা প্রতীকে মো. ইউনুছ মিয়া, হাটিলা পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থক ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোটরসাইকেল প্রতীকে মোহাম্মদ আলী (এম আলী মুজিব) নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্ব›দ্ধীতা করছেন।