প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৭:৩৬
রুহুল আমিন হত্যার বিচার চেয়ে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন

পেশাগত কাজ করার সময়ে সন্ত্রাসীদের গুলিতে রুহুল আমিন নামে সিটি গ্রুপের বেঙ্গল টি-এর বিক্রয় প্রতিনিধি হত্যার ঘটনায় খুনিদের বিচার দাবি করে মানববন্ধন করেছে বিক্রয় প্রতিনিধি সংগঠন। বুধবার (১২ নভেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ফরিদগঞ্জে প্রায় ৫ শতাধিক বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে প্রতিনিয়ত মার্কেটে ঘোরাফেরা করতে হয়। কিন্তু গত ১১ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার) রাতে আমাদের সহকর্মী সিটি গ্রুপের বেঙ্গল টি-এর বিক্রয় প্রতিনিধি রুহুল আমিনকে সন্ত্রাসীরা যেভাবে খুন করেছে, তাতে আমরা আতঙ্কিত। বিশেষ করে রাতের বেলায় আমাদের বাড়ি বা কর্মস্থলে ফেরার সময়ে ঝুঁকি বেড়ে গেছে। তাই ঝুঁকি মোকাবেলায় রাত্রিকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ডিউটি বাড়ানোর দাবি করেন তারা। একই সঙ্গে রুহুল আমিনের খুনিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিক্রয় প্রতিনিধি সংগঠনের সহ-সভাপতি শাহাদাত হোসেন টুটুল, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও বিক্রয় প্রতিনিধি মাহাবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন বিক্রয় প্রতিনিধি নেছার উদ্দিন, শাহ পরান, আবুল হাসেম, গোলাম আম্বিয়া, গাজী শাহ আলম, তুষার মণ্ডল, কাউছার হামিদসহ বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা।







