প্রকাশ : ১৩ মার্চ ২০২২, ১২:৪৬
শাহরাস্তিতে ১৬শ' বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ গ্রেফতার ১
শাহরাস্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্রাইভেটকারে থাকা ১৬ শ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে। রবিবার ভোরে চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচোঁ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
|আরো খবর
শাহরাস্তি থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশের একটি দল বানিয়াচোঁ এলাকায় অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর কুমিল্লা থেকে আসা একটি প্রাইভেটকার ( ঢাকা মেট্রো - গ-১৪-২৮৬৪) পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল অতিক্রম করে নাওড়া সড়কে ঢুকে পড়ে। পুলিশ তাদের ধাওয়া করে ঘুঘুশাল বান দিঘির পাড়ে গিয়ে গাড়িটির গতিরোধ করতে সক্ষম হয়। এসময় গাড়িতে তল্লাশি করে পুলিশ ৮টি পেকেটে ভর্তি ফেন্সিডিল জব্দ করে।
এ সময় মাদক কারবারি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার জানরা গ্রামের জুলফুর রহমানের ছেলে মোঃ জিয়া উদ্দিন রিয়াজকে আটক করে। পুলিশ জানায়, অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্য রিয়াদ আহত হন।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নানের নেতৃত্বে অভিমান পরিচালনা করেন, পুলিশ উপপরিদর্শক জনি কান্তি দে, মহিউদ্দিন আহমেদ, সৈকত দাস গুপ্ত, রুকনুদ্দিন, আনিছুর রহমান, এএসআই শোয়েব হোসাইন আখন্দ।