মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২, ২৩:৩৪

হাজীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত 

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত 

হাজীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। "দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব' এমন প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি দিবসটি পালন করে।

উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের আলীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে মানববন্ধন স্থলে এসে শেষ হয়। র্যালী শেষে অয়োজিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাজী খায়রুল আলম পারভেজ, সদস্য অধ্যক্ষ মাওলানা মো. আনিছুর রহমান প্রমুখ।

সাধারণ সম্পাদক প্রিন্স শাকিল আহমেদের সঞ্চালনে আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি বিরোধী সংস্কৃতির চর্চা ও প্রসার সুনিশ্চিতের রূপকল্প নিয়ে কাজ করছে দুর্নীতি দমন কমিশন। পাশাপাশি দুর্নীতির কুফল সম্পর্কেও জনসচেতনতা সৃষ্টি করছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এ সময় দুর্নীতি কমিয়ে আনতে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।

র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মো. মাহবুবুর রহমানসহ অন্যান্য সদস্য ও সহকারী অধ্যাপক মো. তাজুল ইসলাম, সাংবাদিক মহিউদ্দিন আল আজাদ, মোহাম্মদ হাবীব উল্যাহ্, মজিবুর রহমান, হাফেজ মোস্তফা কামাল ও স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়