প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২২, ১৯:৪৯
ফেন্সিডিল জব্দ মামলার আসামী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক !
হাজীগঞ্জে ৪৮ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকার জব্দসহ আলমগীর হোসেন (৩৬) নামের আটক এক যুবককে আটক করা হয়েছে। এই ঘটনায় ৩ জনকে আসামী করে হাজীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়। একই মামলার ২য় আসামী হলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের হাওলাদার বাড়ির মো. নোয়াব আলী হাওলাদারের ছেলে হাবিবুর রহমান হিটু (৪০)। অপর আসামী হলেন, হাজীগঞ্জ পৌর ৪নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের কাশারি বাড়ির মো. বিল্লাল হোসেনের ছেলে মো. মেহেদী হাছান জুয়েল। আসামী আলমগীর হোসেন হাজীগঞ্জ পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের সিরাজ খাঁন বাড়ির আবুল হাসেমের ছেলে। মামলা নং ১৭। ঘটনাটি গত শুক্রবার দিনগত রাতের।
|আরো খবর
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভাধীন উপজেলা পরিষদ সংলগ্ন আলীগঞ্জ বাজারস্থ মজুমদার বালুর ঘাট এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানা পুলিশ। অভিযানে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে পাকা রাস্তায় একটি প্রাইভেটকার তল্লাশী করে ৪৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪৮ হাজার টাকা।
এ সময় প্রাইভেটকার চালক আলমগীর হোসেনকে আটক এবং মাদক সরবরাহে কাজে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্টো-গ-৩৭-৯৩২২) ও একটি এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযান চলাকালীন সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই আসামি হাবিবুর রহমান হিটু ও মেহেদী হাছান জুয়েল পালিয়ে যান বলে নিশ্চিত করেছেন উক্ত মামলার বাদী উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আজিজ।
অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম ছামদানীসহ সঙ্গীয় ফোর্স ।
এ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ফেন্সিডিল জব্দের ঘটনায় মাদক বিরোধী নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপর দুই আসামি আটকের অভিযান অব্যাহৃত রয়েছে।