শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২১, ২৩:০১

চাঁদপুরে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা 

চাঁদপুরে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা 
অনলাইন ডেস্ক

বিজয় দিবস ২০২১ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চাঁদপুরে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

১৮ ডিসেম্বর শনিবার পুলিশ লাইন্স, চাঁদপুর ড্রিলশেডে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ পিপিএম -এর সঞ্চালনায় মহান স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার  মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।

এ সময় পুলিশ সুপার চাঁদপুর জেলার পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণকে ফুলেল শুভেচ্ছা জানানো, উত্তরী পরিধান, সস্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। 

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে নতুনভাবে উদ্ধুদ্ধ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শপথ গ্রহণ করিয়েছেন। চেতনা ধারণ করতে হয় বুকে। বুকে ধারণ করলে কোন বিষয় তা জীবনে ভোলা যায় না। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের বুকে ধারণ করতে হবে। 

উক্ত সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা কমান্ড্যান্ট বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, বিশিষ্ট লেখক ও সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা  মোঃ আব্দুল খালেক মন্টু ও প্রেসক্লাব চাঁদপুরের সভাপতি  ইকবাল হোসেন পাটওয়ারী উপস্থিত ছিলেন।

এছাড়াও চাঁদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়